"নারী"

_ এম জসিম গাজী

"নারী"- এই কথাটাই সুন্দর দিয়ে সৃষ্ট,
পরতে পরতে নারী সু সুন্দর, সুন্দর তার সব কিছুতেই
অতি মাধুর্য ভরতি নারী গঠন
নারী শুধু "ব্যভিচারিণী" না হলে নারীর জগতে সবই সুন্দর-  অনিন্দ্য সুন্দর,

জগতে যা সুন্দর তার থেকে মহা সুন্দরতম সুন্দর এই রমণীরা সকল,
কি আজীব!  প্রকৃতি সুন্দরের সব ইতিহাস ভেঙে দেয়,
চলনে- বলনে স্ব চিত্ত চিন্তা কথনে,
"নারী"- মানেই সৃষ্টি জগতে অনন্য এক প্রাণ  
নারীত্বের সৌন্দর্য  রং, -সাদা-কালো- লাল- শ্যামল
উঁচু- নিচু জাত বেজাতে নয়,

প্রকৃতির সমস্ত সুন্দর নারীর পায়ের পাতায় চুমু দেয়,-
নারী সুন্দর স্নেহ ময়, পরম মতায়,
সুন্দর অধির অপেক্ষায়,
সুন্দর লালানে- পালনে,,
সুন্দর লালিত কষ্টে, মধুর হাসিতে,

এই সুন্দরে সুন্দর নারী হয়ে যায়
ভগবান ঈশ্বর বিধাতার-
এক পরম আত্মীয়,,
পৃথিবীর মহা সুন্দর হতে অধিক সুন্দরে ছাড়িয়ে যায়,,
নারী আখী অশ্রু অনু পোঁটা জল,
আহ হা! কতোই না নিখুঁত ওমর সুন্দর,,

সুন্দরের অপর নামই-" নারী"
নারী সুন্দর তার, -তার প্রমাণ নারী কালে কালে যুগ যুগান্তরে রেখে যা প্রতি নারীত্বের -
স্ব স্ব জীবন - মরন - অস্তিত্বে,

নারী এরা এত উচ্চ মাত্রায় সুন্দরী-
তার বর্ণনা কল্পনাকে ও ছাড়িয়ে যায়
জাগতিক সকল সুন্দর জ্যােতি গুলো নিমেষেই নারীর পায়ের কিনারায় হাড়িয়ে যায়,
নূপুরের ঝন ঝন শব্দের ধ্বনিতে সব সুরের ঝংকার- বেসুর,,

নারী  অসম্ভব সুন্দরী -,এদের লাজুকতায়,
অনবদ্য সুন্দরী নারী তার গভীর প্রেমের ধৈর্য্যতায়,
নারী সুন্দর তার নিখুঁত অপেক্ষায়.....,
নারী নিজেকে আরো কত গুনে সুন্দরী করেছে
এর ব্যাখ্যা কে করতে পেরেছে কোন মহা কবি?

নারী সুন্দরে, -নারী রুপে সেজেছে এই ধরণী,
নারীরুপসী রঙের ছোঁয়ায় সাজে -
রোজ সাজেঁর ঔ পশ্চিমা গগনি,,
নারী অলৌকিক এক সুন্দর বস্তু,
নারীগঠই,তার সুন্দর, তার মূল্য, অমূল্য রতন মানিক,

কর্মে - কর্মে বেদনা মর্ম ভেদে নারী তার সৌন্দর্য রেখে যায় তার প্রতি কদমে কদমে,
নারী আরো সুন্দর রেখে যায় -বিসর্জনে স্ব প্রাণে প্রাণে,
বিস্ময় কর এক কথা!,এরা না কখনোই এদের- নিজেদের জন্য বাঁচে না,এখানে ও তাদের সুন্দরীর এক মহা উদহারন,,

"নারী"- সুন্দরী কত না পরতে পরতে
তার প্রমাণ রেখে যায়,,
আকাশের তারা গুলো হয়ত গুনতে গুনতে শেষ হবার,
কিন্তু নারী সুন্দরে উদহারন  শেষ হবার নয়,,
নারী সুন্দরী প্রমাণ তার- মাতৃত্বের - স্ব স্তন্য দুগ্ধদানে

আরো সুন্দর নারী আত্মা বলিদানে,,
নারী সুন্দর মাতৃ গর্ভ ধারনে,
নারীত্ব সুন্দরে  দুনিয়ার কানায় কানায় ভরে আছে সকল প্রাণের বিচরণ, এখানেও নারীর অতুলনীয় রূপের রেখা চিরঅম্লান চিরন্তন,
"নারী" এই কথাই সুন্দরের শেষ সুন্দর,,