আমরা না সেই কোন দিন,
ভুলেই গেছি আমরা যে মানুষ,
হয়তো মাতৃগর্ভে থেকেই,
মানুষের মানুষে খুঁজে বেড়াই পার্থক,
উঁচু নিচু,সাদা কালো,আরো কত কি,,-
আজীব প্রকৃতির প্রাণী সকল,
মানুষে রাই হয়ে থাকে,
এখানে না,প্রতিযোগিতা চলছে ই, চলবে ই,
কে কত...., এই-,সেই-,ঐ,আরো কত কি,
জগতে, মানুষ যদি হৃদয় ছুঁত্থ চিত্ত বিহীন হই আমি,
তবে আমি কি? কি আমার ঝুলিতে....?
কবে যে গত হয়েছে আজ,সে সত্য - মানুষে মানুষ কোন পার্থক নেই,
নেই বেদা বেদ,নেই জাত....
এত রংগিন, কত রং,
কত আভিজাত্য, কত ঢং,
দিন শেষে,
এক বেশে-
সকলের অন্তিম কাল,,
তুমি আজ ধাম্বিকতায় মনুষ্যত্ব বিলীন,,
........,কত রাজা, কত মহা বলীয়ান,
কত শাসক, কত বিচারক, কত গুনি, কত তেজী
মানুষেরে করেছে মহিমান্বিত,
মানুষ চির সত্য, হয়েছে নত,
প্রণাম - ,সালাম,কদম ধূলি, মাথায় মুছি
রেখেছে প্রাণ,ঝরেছে অশ্রু সজল,,,