"গোলাপের রং ভালো লাগে না"
এম জসিম গাজী
গোলাপ- এর রং এখন খেলনা মনে হয়
ভালো লাগে না তার ঘ্রাণ,
মন ভোলানো আবেগের আহবান,
পাপড়ির কার্নিশে জমে থাকা পোঁটা শিশির
অফুটন্ত যে কলি হাসি দিয়ে ডাকে "প্রেম",
ভালো লাগে না তার- গায়ে পরা রূপের মাখামাখি
তবে, গোলাপের কাঁটা, এটিও ভয় লাগে না, না!,
এটি কি আর যক্ষম করবে আমায়!?
ভেতরের হৃদপিণ্ড জখমে রক্তাক্ত,-
গোলাপের লালের মত,
"ঘেন্না হয়, বিরক্তি, বাজে লাগে গোলাপের
দুলে দুলে নেশা ছড়ানো বাহানা-তাক-ডাক"
"গোলাপ" এটি ভয়ংকর ধ্বংসাত্মক বস্তু,
রক্তজলে প্লাবিত করে গেছে কত না মরু,
এর ঘ্রাণ ভোলায় না আমা নতুন কোন ফাঁদ!,
গোলাপে ঢং, ঝাঁঝালো রং,খেলনা মনে হয়
ভালো লাগে না তার গুন-রং-ঢং....