"দেশ তুমি কার-আমরা কার?
এম জসিম গাজী
আমি প্রায় বেওয়ারিশ হচ্ছি,
হচ্ছি-হয়েছে কত অধিকার বঞ্চিত-
ঘরকুনো ব্যাঙের মত জীবন মরন,
এখানে - মেজর সিনহারা প্রায় গুলি খায়,
ভিজে যায় পবিত্র রক্তে,
মা- এর মায়াবিনী আঁচল,,
"আবরার"-দের মত কত প্রাণ হলো বলি,হায়!,হয়,
কত বাবার স্বপ্ন নিমেষে বিলীন, হয়ে গেছে বিলীন,
আমি এদেশের কি নই? "দেশ"সেওকি আমার নয়!
কত রত্ন, দেশ তুমি হারাও! কত স্বপ্ন তুমি জন্মাও,
কত আলো তোমাকে কলঙ্কিত করে যায় কত হেসে হেসে-
তোমার আপন জন
কে রাখবে এর খোঁজ!কোন বড় জন?
তুমি কেড়ে নিয়েছ ''হাজার বছরের চেষ্ট বাঙালি- ''মুজিব'' কে,
''জিয়া''-কে,আরো কত কত রত্ন কে,
বেহুদা স্বপ্ন আমি আর কত আঁকবো?
এখানে আমি জন্মেছি,আমার সন্তান, আর, পিতামহও মোর
তবু আমার মেলেনা স্ব দেশের অধিকার,
আমরা অন্য গ্রহের কি!?
আমার এ মাঠ? নদী- দূরপাল্লা ট্রেন সড়ক প্রকৃতি?
তবুও আমি কি এদেশের নই?
"দেশ তুমি কার-আমরা কার?
তেপান্তর হতে পান্তরে শুধু দুর্স্বপ্ন!
আমার কত লালিত আশা, সব মিশে যায় ধূলয়,,
"দেশ তুমি কার-আমরা কার?