এম জসিম গাজী
কে কত ক্লাস বেশি পড়েছি,
দালান কতটা কে করেছি,,
কত লাখ কোটি জমা,
গহনা ঘাঁটি সোনা,
এই করে করে -
সূর্য পশ্চিম দিকে গড়ায়,
অন্ধকার চেয়ে যায়,
হারিয়ে যায় পথের দিশা,
অাদো কাটেনি তার জাগতিক নেশা,,
তন্দ্রায়-অতন্দ্রায়,বিলাসে বিলাসি
বহু পথ,বহু দূর,অনেক দূর পেছনে ফেলে
হারিয়েছি কত কি, তার হিসাব নাই জানা,