আমরা ছাত্র যুব স্বাধীন চেতা শৃংখলে শান্তিতে বিশ্বাসী
সময়ের মুল্যায়ন আধ্যয়নে ব্রত জ্ঞান পিপাসী।
পুরাতনে শিখি নতুনের করি আরাধনা
নতুন আবিস্কারে জীবনের কিরি নাকো পরোয়ানা।
আমরা ধরবো আকাশ গ্রহ নক্ষত্র লয়ে করি খেলা ।
পৃথিবীর দুর্যোগে শান্তি ছড়াতে চাই শান্তির মেলা।
আমরা ঝর্ণা নদ-নদী সাফ করে সমুদ্রে পড়ি
নতুন সৃষ্টিতে মাখলুক বাচাতে বৃষ্টি হয়ে ঝরি।
আমরা ছাত্র যুব যৌবনের করি মুল্যায়ন
দেশ দেশ দেশ রক্ষায় তুচ্ছ করি আপন জীবন।
আমরা অজয় দূর্যয় সুর্য আমাদের লণ্ঠন
আমরা বজ্র ঘূর্ণি তুফান অন্যায় অনিয়ম করি উৎপাটন ।
দেশে দেশে স্বৈরাচার করতে বধ দেই সিনা পেতে
জাতীয় দূর্যোগে নিরন্নের পাতে অন্ন দেই খেতে ।
আমরা শান্ত নতুন কুড়ি ঘুমন্ত আগ্নেয়গিরি
পাপিষ্ঠ ধ্বংসে লাভা হয়ে আসি পর্বত ফাড়ি।
আমরা ছাত্র যুব পারি পারবো এই আছে বুকে বল
অসুর বধে মমতা আনিতে রক্ত দিতে করি নাকো ছল।
আমরা ছাত্র যুব দেশ বাচাতে দেশকে নিতে পারি কাধে
দেখাবো আমরা পুস্প পরিস্ফুটিত দূর্নীতির উর্ধ্বে ।
ঝাড়ু হাতে তাই রাস্তায় নেমেছি জঞ্জাল করবো সাফ।
লুটেরা কালো টাকাধারী পিচাশ দানব কেউ পাবে না মাফ।
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেধাতে হবে মুল্যায়ন
সম্প্রীতির বিশ্ব উন্নয়নে আমরা রাখবো অবদান।
ক্ষুধা দারিদ্র থাকবে নাকো থাকবে নিখোঁজ
কুতসিত শব্দমালা অভিধানে পাবে নাকো খুজে।
আনবো সাম্য সামাজিক মর্যাদা ন্যায় শাসন
গড়বো আদর্শ রাষ্ট্র এই আমাদের পণ ।
বৃক্ষ পশু পাখি বৃদ্ধিতে সাজাবো প্রকৃতি
দেশে দেশে ছড়িয়ে যাবে আমাদের সুকৃতি।
নানা ফুলে নানা ঘ্রাণে ভরবে উঠোন এইতো আশ।
আগামীর শিশু পাবে বাস যোগ্য বসবাস ।