আমাদের খোকা ভালো
দুই নয়নের আলো ।
নিত্য নতুন কথা শেখে
দেখলে কিছু দেয় মূখে ।
কটু কথা বললে তারে
অশ্রু ছাড়া কান্না করে ।
আদর পেলে মিষ্টি হাসে
মায়ের দুধ ভালোবাসে ।