তিন শত পয়ষট্টি চিঠি বাক্সে ভরা
প্রতি রাতে একটি চিঠি হয় যে পড়া ।
বছর পর পড়া হয় চিঠি একটি
মনে হয় আজই লিখেছো পরিপাটি।
প্রতি রাতে চিঠি পড়ে সুখে আছি বেশ
তুমি নেই তবু আছো কাটে না তো রেশ।
কত আশা কত স্বপ্ন পাতায় পাতায়
তোমার লেখা এখনো আমায় মাতায়।
তুমি নাই তোমার লিখাতে তোমার ছোয়া পাই
লিখাগুলি ছুয়ে ছুয়ে জীবন কাটাই।
বিষাদের জীবন এই বিষ লাগে না
চিঠিগুলি মিথ্যা হবে মন তো মানে না।
চিঠিগুলি পড়ে সুখের দ্বীপ জ্বালাই
শলতা পুড়ে শেষে অন্ধকারে হারাই।
সন্ধ্যা তারা সুখ হয়ে দেখা যায় ওই
আশায় আশায় থাকি বন্ধু তুমি কই।