রুপবতী বউ তার বড় বেশী স্মার্ট
সাজু-গুজু পরিপাটি সদা ফিটফাট ।
রান্নায় বসে না মন দেয় হাঁচি কাশি
নুন যদি কম দেয় ঝাল দেয় বেশি ।
খেতে বসে বেছেরার পুড়ে মুখ ঝালে
তবুও সে চুমু খায় সুন্দরীর গালে ।