নীল খামের পত্রগুলি রেখেছি গেথে গহীণ হৃদয়ে
যা থেকে প্রতিনিয়ত নীল বিষ ছড়ায় ।
তৃষিত চক্ষু বেয়ে পড়ে নোনা জল ।
কোন অলস দুপুরে ঝিম ধরা তন্দ্রার ভেতর
সুরভীর শুশ্রী শুভ্র অবয়ব ভেসে উঠে,
মনে হয় এইতো অতি কাছে দু-জনে পাশাপাশি
সংস্পর্শে মাখামাখি উত্তপ্ত ঊনুনে জল দাও ঢেলে ।
সঞ্চিত রাগ অনুরাগের ভেতর ফোটে গোলাপ
বিস্ময়ে দেখি লজ্জাবতীর লাজুক হাসি ।
সুখের অর্ণবে সাতার কেটে সুখে দেই ডুব ।
অতঃপর ধন্যবাদে হও প্রস্থান ।
কৃতজ্ঞতায় বলে উঠি
সহস্র বছর কেটে যাক তন্দ্রার ভেতর ।