দিবা আলো লাগে ভালো
পৃথ্বি করে ঝলমল ।
আলো পেয়ে সব বাচে
তরতাজা পায় বল ।
সৎ জ্ঞান মনে ধরো
সৎ পথে সদা চলো ।
ভেদাভেদ দূর করো
পাবে সবে সূখ আলো ।