প্রতিহিংসা রক্ত পিপাসার খরস্রোতে
হারিয়েছে শহীদ গাজী আপামর জনগনের
ছিনিয়ে আনা স্বপ্ন । যুগে যুগে মনুষ্যবোধ,
লোভ অমানবিক আচরণে পশুর চরিত্রে মাতে ।
দুর্নীতি,মুনাফায়,লুটপাটে,অর্থপাচার,অত্যাচার,নির্যাতনে
কে কাকে ছাড়িয়ে যাবে সেই নিকৃষ্ট প্রতিযোগিতায় মাতে ।
আমজনতা বাক্সবন্দী স্বাধীনতার স্বাদ বুক পকেটে নিয়ে ঘুরে ।
সহিষ্ণু সংহতি মনুষ্যবোধ সদা জাগ্রত
একত্ববাদের বিশ্বাসীছাড়া পাওয়া দুর্লভ ।
যারা সৎ অসতের হিসাব নিবে একদিন
সেই বিশ্বাসে পবিত্র জীবন গড়ে যারা
শুধু তারাই পারে সাম্যের গান গাইতে ।
রাষ্টীয় সম্পদ ভুখা পেটেও দিতে হয় পাহারা
আমানতদারী হতে পারে প্রতিটি ক্ষেত্রে ।
তাই এসো একত্ববাদের স্রোতে গা ভাসাই ।