একটু দূরে দাঁড়িয়ে আছে
মনোহর রুপ মাধুরী নিয়ে ষোড়শী
পরিপাটি শাড়িতে ।
দুষ্ট হাওয়া উড়ায় শাড়ি দেখায় উদর-নুদি ।
এক পলক দেখে ছিনু তার পদ্বনাভি মুখ
তৎক্ষণাৎ ফিরিয়ে ছিনু যুগল চোখ ।
হায় খোদা ! কী দেখালে তুমি এতো সুন্দর
সৌবর্নের কারুকাজ খচিত সদ্যফোটা
মধুমাখা পুস্পের গহ্বর যেন পদ্বনাভি মুখখানা ।
বারংবার দেখতে উত্তপ্ত মন-মগজে নাড়ে কড়া
তবুও চাইনি ফিরে
তবুও মনের ক্যনভাসে যায় দেখা ।
ভুলতে চাইলেও ভুলতে পারি না ।
সুন্দর সৌবর্নের কারুকাজ খচিত সদ্য ফোটা
মধু মাখা পুস্পের গহ্বর সেইম পদ্বনাভি মুখখানা ।