আমার চারদিকে বন ফুলেরা হাসে
প্রজাপতি রঙ্গিন পাখায় নিয়ে দূরে ভাসে ।
পাখিদের কোলাহল অভিভুত প্রাণ
নানা বৃক্ষ শোভিত রুপ স্রষ্টার দান ।
মেঘ ছুয়ে দেখি জল কণা দেহ ভরে
উচু পাহাড় পর্বত বেয়ে ঝর্ণা পড়ে ।
কল কল জল হাসে কানে বাজে সুর
আকা বাকা পথ ধরে চলে সমুদ্দুর ।
মাঠে মাঠে পাকা ধান বাতাস দুলায়
চার ধারে সোনালী আশ সোনা ছড়ায় ।
কৃষাণ কৃষাণী নতুন স্বপ্নে বিভোর
জেলের জালে সর্বদা মাছ ভরপুর
এমন স্বপ্ন দেখে উঠি ভোর বেলায়
এ দৃশ্য সত্য বাঙলার জে্লায় জেলায় ।