ওরা ছোট
ওরা সবুজ ।
কাধে ওদের
গুলির কাটুজ ।
অস্ত্র হাতে
লড়াই করবে
মারবে মরবে
লড়াই করবে ।
শিকল ভাঙ্গে
নেইতো ভয়
দামাল ছেলেদের
যুদ্ধ জয় ।
কত শিশুর
জীবন যায় ।
সবুজ ঘাসে
রক্ত ঝরায় ।
সবুজ ঘাসে
রক্ত লাল ।
সবুজ ঘাসে
রক্ত লাল ।
সবুজ পতাকায়
মধ্য লাল ।
উড়ে পতাকা
আকাশ পানে
বিশ্ব দেখে
বিশ্ব জানে ।
স্বাধীন বাংলা
শত্রু শেষ ।
সোনার বাংলা
গড়বো দেশ ।