মধুর স্মৃতিগুলি যতনে রেখেছি বুক পকেটে
কত বছর কাটলো তবু হারাতে দেইনি মোটে ।
গোধুলি রাঙা বিকেল সোনা ঝরা রোদ গায়ে মাখা
কাশ বনের ভেতর ধুয়ে মেলেছি মনের পাখা ।
ঝুম বৃষ্টিতে কাক ভেজা ভিজে টং দোকানে চা-পান
দ্বৈত কন্ঠে বেসুরো গলায় গেয়েছি কত কত যে গান ।
অনিয়ম চোখে পড়লেই শাসনে রাঙাতে চোখ
আবার ভালোবাসায় ভরিয়ে দিতে রাঙাতে সুখ ।
হঠাত খুনসুটি মান অভিমানে ধরলে আড়ি
ভুল বুঝে ভুল করে সুখের আশায় গেলে ছাড়ি ।
তুমি সুখে থাকো চির সুখী হও আমার প্রিয়তী
কখনো প্রিয়তী শব্দটা কেড়ে নিওনা এই আরতি ।
অতীত আমার থাক স্মৃতি-স্মৃতিতে জীবন পাক
আমি না হয় স্মৃতিতে ভাসবো ডুববো,তুলবো হাক ।