শিয়াল মামা শিয়াল মামা
আজকে তোমার বিয়ে ।
তাইতো খুকু নাচে দেখ
ঘুঙ্গুর পায়ে দিয়ে ।
রোদ বৃষ্টি সমান তালে
পড়ছে দেখ ঐ
ভাঙ্গা ছাতা মাথায় দিয়ে
যাচ্ছ তুমি কই ?
বৃষ্টি থেমে রৌদ্র উঠুক
একটু সময় নাও
বর যাত্রায় যাবো সবাই
ঘাটে আছে নাও ।
কনের বাড়ি খেতে পাবো
গোস্ত পোলাও দই
সেই খুশিতে আমরা সবাই
সেজে গুজে রই ।