তুমিও হারিয়েছো আমার জীবন থেকে
আমিও হারিয়ে যাবো না ফেরার দেশে ।
যদি কভু ভুলে শেষ দেখা এসে দেখো
স্মৃতি মনে করে নোনা জল নাহি ফেলো ।
মনের সব স্মৃতি কফিনে ভরে দিও
তোমার যত দুঃখ বেদনা তাও দিও ।
সুখের লাগি ভালোবাসা কবর দিয়ে
যাকে ফেলে গেছো দূর বহু দূর ।
তাঁর লাগি কখনো করো না আহাজারি
গেয়ো না কখনো কোন বেদনার গীত ।
সুখ তোমার লেগে থাক মন গতরে
দুঃখের ছায়া দেখতে চাই না নিথর চোখে ।
যদি পার সেই চির চেনা হাসি হেসো
যে হাসিতে দেহ হৃদয় প্রশান্তি পেত ।