এক নিমিষে ভেঙ্গে দিয়ে মন
তুমি হারিয়েছ দূর বহুদুর ।
গৃহ খালি হৃদয় খালি
মনে বাজে বেদনার সুর ।
বন্ধুর মাঝে সুখ থাকে
সেতো বলে জ্ঞানী জন ।
মনে মন মিললে স্বজন
সুখী হয় সারা জীবন ।
সুখ নাকি ঐশ্বয্যের মাঝে
তাই বন্ধু ছেড়ে ঐশ্বয্য নিলে ।
সাজ বেলায় দেখে নিও প্রিয়া
জীবনে কতটুকু সুখ মিলে ।