রুপকথার রুপসী কে গো হেটে যাও
আনমনে চেয়ে থাকি কোন গায়ে যাও ।
বাতাসে দীঘল কেশ উড়ে যেতে চায়
হেলে দুলে হেটে যাও মনে দোল খায় ।
ডাগর চোখে চাও মনে ধরে কাপন
মনে হয় তুমি বহূ দিনের আপন ।
রুপ জোয়ার অঙ্গে বহে দেখি নির্বাক
সেই জোয়ারে ডুবে যেতে আমি সজাগ ।
ফিরে ফিরে পিছু চাও কেন বল তুমি
আমারে কি ভালো লাগে বলো নাকো তুমি ।
ভালো যদি লেগে থাকে এসো তুমি ফিরে
ভালোবাসার কথা বলি দু’জনে ঘিরে ।
অপেক্ষার অবসান হোক এখনি
ঘর বাধার স্বপ্ন বুনি দিবা রজনী ।