জনতার রক্ত ঘাম হয় নোনা দেহ
সঞ্চয় শুন্য অপুষ্টিতে শরীর দাহ ।
রাজপ্রাসাদ আর আকাশের তলায়
দুজনের ঘামে ঘামে মাথাপিছু আয় ।
মধ্যম আয় থেকে চলছি উচ্চ আয়ে তে
ঋণ হোক মাথাপিছু লক্ষ নিযুতে ।
বারূক না লুটেরা ঘুষ, মুনাফাখোর
গানিতিকে ভুখা পেটে দেয় দেক দৌড় ।
আপত্তি নাই গৌরবে বুক যায় ভরে
উন্নয়নের ট্রেন চলে গতি দুর্বারে ।
ডিজিটাল থেকে স্মার্টে চলছি সবাই
লুঙ্গির সাথে কোট টাই পড়তে চাই ।