প্রজাপতি প্রজাপতি
রঙ্গীন ডানা মেলে ।
উড়ে উড়ে তোমরা ঘোরো
নানা রঙ্গের ফুলে ।
ফুলের যত রং আছে
সব মেখেছো গায়ে ।
তাইতো বুঝি এতো রুপ
থাকি অবাক চেয়ে ।