এক ঝাক হাড্ডিসার অনাথ শিশু
নাই ওদের কিছু নাই টান পিছু ।
ওদের বলে পথ কলি
আমি বলি পথের ধুলি ।
ওদের গা আছে তো বস্ত্র নাই
পেট আছে তো খাদ্য নাই ।
পা যুগলে জুতা নাই
মাথা গোজার ঠাই নাই ।
পথে থাকে পথে করে ভিক্ষা
ওদের নাই পড়া লেখা শিক্ষা ।
যেথা সেথা মেলে ডানা
মানে নাতো কোন মানা ।
শুধু রাষ্ট্রের নয় ওদের দায়িত্ব
ঘুচবে দুঃখ সমাজ যদি হউ একাত্ব ।
দিতে হবে অন্ন বস্ত্র বাসস্থান
দিতে হবে কর্মমুখী শিক্ষা দান ।
তবেই পাবে সুন্দর জীবন
জাতীকে দিবে উন্নয়ন ।