মাঝে মধ্যে ঘর সংসার করতে মন চায়
শোকাচ্ছন্ন জীবনে একান্ত নিভৃতে একটি মায়াবি মূখ
বেচে থাকার জন্য খুব প্রয়োজন ।
নিলাভ্র আকাশ পানে চেয়ে থাকি একধ্যানে
যদি নেমে আসে ঐ বরফের আসমান থেকে
একজন শুভ্র মনের শুভ্র মেয়ে
যে কিনা শুভ্রতায় ভরে দেবে জীবন ।
তার রুপের দিকে তাকালেই পালাবে
ক্ষুধা দুঃখ দ্বন্দ্ব সংঘাত অহংবোধ
বিচ্ছেদ বেদনা ছলনা যুন্ত্রনা ।
শধু থাকবে নির্মল আনন্দের ভালবাসা বাসি
হাসি খুশি সূখ শান্তিতে কেটে যাবে
সহস্র বছর অতঃপর স্বর্গীয় সূখের জীবন ।