লেখা পড়া করি না ভাই
আড্ডা মেরে দিন কাটাই ।
বসে বসে ভাবি
হব আমি কবি ।
বাবা বলে ওরে বোকা
ভাবনা তোর শুধুই ধোকা ।
লেখা পড়া না করে
কবি হবি কেমন করে ।
আমি বলি ঠিক
বাবার কথাই ঠিক ।
আজ থেকে করি পণ
লেখা পড়ায় দিব মন ।