তোমায় আমি ভালোবাসি জীবন দিয়ে
তাইতো তোমার পিছু নিতে যাইনি ভুলে ।
কতটা পথ হেটে হেটে ক্লান্ত মন প্রাণ
তবু তুমি চাওনি ফিরে নাওনি বুকে তুলে ।
লিখে যাই যত মনের কথা হৃদয় খুড়ে খুড়ে
একবার পড় দেখতে পাবে ভরে আছে নুরে ।
ভালোবাসা অতি খাসা ছল চাতুরি নাই
পরখ করে দেখতে পারো একটুও খাদ নাই