দিনরাত বেলা অবেলায় ওরা চলে
ভয়ভীতি নীতি-রীতি দুই পায়ে দলে ।
ইচ্ছা হয় হাসে অট্টহাসি দেয় শিষ
শহর-বন্দর গ্রাম-গঞ্জে ছাড়ে বিষ ।
ইচ্ছা হলেই বিছায় গতর জমিন
সমাজে ওরা নষ্ট পথভ্রষ্ট কমিন ।
ওরা ছিল একদা ভাল পুত পবিত্র
সমাজের দুষ্টরা করেছে অপবিত্র ।
নষ্ট পথের পথিক ভেবে করে ঘৃনা
যাদের জন্য নষ্ট তাদের উচু সিনা ।
যারা নষ্ট করে করো তাদের বিচার
পুরুষাঙ্গ কাটলে থামবে অনাচার ।