দেখিয়ে রুটির লোভ বেলা অবেলায়
ঘুরায় নানা স্থানে মারে লাথি উষ্টা ।
অসময় দেয় খাবার উচ্ছিষ্ট ঝুটা
শরীরে জটিল রোগ পুষ্টিহীনতায় ।
মরন যখন নিশ্চিত কিসের ভয়
ঐ তো হাত নেড়ে ডাকছে রুটি দেখায় ।
ক্ষিপ্র গতিতে ছুটে চলে রুটিতে নয়
বিষদাত ভন্ডের শ্বাসনালীতে বসায় ।
প্রহরীর তীর বল্লমে ক্ষত শরীর
তবু ছাড়ে না কুকুর মরন কামড় ।
শত বছরের শোষিত বঞ্চিত প্রজা
কুকুর থেকে দীপ্ত বধ করতে প্রজা ।
রাজ সৈন্যদের বেষ্টনি ভেদ করতে
গাজীদের নেয় অপেক্ষমান সশস্ত্রে ।