অনুলিপি
শোকে শুকিয়েছে সাগর হয়েছে মরুভুমি
অবাধ্য দেহ মন কুড়ে কুড়ে গিলে ।
এখন ধুসর বিবর্ণ চোখ চারপাশে
বিষন্নতায় ভরা নিকষ আধারে মিলে ।
সেই যৌবন অবধি বৃক্ষের শীতল ছায়া নিয়ে
ঠায় দাঁড়িয়ে আসবে গা ঘেষে বসবে আর আমি—।
কিন্তু শরতের নীল আকাশের বায়ুতে ভেসে যাওয়া
সফেদ মেঘ তুমি একটু ভিজিয়ে দৌড় ।
অথচ স্নানের আশায় স্থির দাঁড়িয়ে হয়েছি মরুভুমি ।
বলেছিলে অব্যক্ত কথার পাণ্ডুলিপি সাজাবে যৌবনের বাসর ।
জোছনায় আধার দূর,মরুতে বৃষ্টি
কঠিন মৃত্তিকা ভেদ করে নিও নতুন স্বপ্ন
চাতক তৃষ্ণা মিটাতে জল পাবে নিমিষে ।
কখনো যুগল বন্দি হংস নিটোর জলে ঝাপাঝাপি
কখনো নাতিশীতোষ্ণ দেশে সহস্র মাইল দিবো পাড়ি ।
বিষাদের স্থবির যৌবনে ফুটবে পুস্প
শুভ্র সুগন্ধিতে ভরবে চারপাশ ।
বলে ছিলে সুর্যস্নানে যাবে নীল অর্ণবে
নোনা উর্মিতে অঙ্গ ভেজাবো ।
গোধুলি নিবো আপন আপন হস্তে
স্মৃতির ফ্রেমে সব স্মৃতি বাধাবো ।
কিন্তু এখন নিঃশব্দ প্রহরে অযুত কোটি তারার সঙ্গে
জাগি আর স্বপ্নের স্মৃতির পান্ডুলিপি
নকশি কাথার সুইয়ের ফুড়ে ফুড়ে অনুলিপি লিখি ।