নিজের কাছে লাগে অপরাধী নিজেকে
অক্ষমতা কুড়ে কুড়ে খায় নিজেকে ।
ভয়ভীতির নাজুক স্নায়ু ঠান্ডা রক্ত
অব্যক্ত ভাষা জ্বালায় মন করে ক্ষত ।
চারদিক অনাচার অনিয়ম অসঙ্গত
অসুরের ভয়ে সব মাথা থাকে নত ।
কে যেন ভেতর থেকে তাড়ায় আমায়
বলে মরনে তোদের কেন এত ভয় ।
আয়ু যদি হয় শেষ কি করে ঠেকাবি
কপাট বন্ধ করে রুধিতে কি পারবি ।
তোর শহীদে যদি সব যায় নাজাতে
তবে কেন এত অবহেলা প্রাণ দিতে ।
অসি-মসির খোল খোলো নও অক্ষম
উপড়ে ফেল অসত্য যত অনিয়ম ।