কত চেষ্টা সাধনা আরাধনার পর
অবসান হলো শুন্যতার হাহাকার।
খোদা দিলো কোল জুড়ে চাঁদ ফুটফুটে
তাঁর লাগি মোর মাতৃত্বের সাধ গুটে।
বন্ধা নারীর প্রভাত কেটে গেল আজ
নিন্দুকরে ক্ষীর দিয়েছি দেইনি লাজ।
বুকের ধন যত্নে রাখি,থাকি আশায়
মা-ডাক শুনবো বলে শত প্রতিক্ষায়।
ডাকে মা ভরে পরাণ তবু মনে ব্যাথা
হাত, পা, ক্ষীণ দৃষ্টি বুদ্ধি কম মোর ছা।
চিকিৎসা সুন্নত নেইনি সময় মত
নবজাতক পায়নি টীকা যত।
গর্ভকালীন স্বামীর লাথি পেটে পরে
অসাবধানে আছাড় খেয়ে গেছি পড়ে।
পুষ্টি খাবার ঔষধ খাইনি অভাবে
প্রভাব পড়েছে তাই বাচ্চার স্বভাবে।
অপুষ্টিতে ক্ষীণ রুগ্ন শরীর কঙ্কাল
এই ভালো এই মন্দ সকাল বিকাল।
তাই আজ সোনাধন অঙ্গ প্রতিবন্ধি
ডাক্তার বলে সময়  আছে কর সন্ধি।
চিকিৎসা দাও যত্ন নাও শক্তি দাও মনে
সফলতা মিলবে অবশ্যই জীবনে।
সেই আশায় ধৈর্য্য ধরে চিকিৎসা দেই
খোদা দিলে বুকের ধন সুস্থ্য হবেই।