ভোরে উঠে
নামায আদাই
কোরআন নিয়ে
বসবো সবাই ।
নিয়ম মেনে
নাওয়া খাওয়া ।
পরিস্কার পরিচ্ছন্যে
স্কুলে যাওয়া ।
খেলা ধুলা
বিনোদন নেওয়া ।
সবার চাওয়া
চাই যে পাওয়া ।
সন্ধ্যা বাতি
ঘরে জ্বালো ।
বিদ্যা শিক্ষা
চোখের আলো ।
সকাল রাত্র
দাঁত ব্রাশ ।
জীবাণু সব
করবে নাশ ।
নিয়ম মানি
জীবন চালাই ।
সুন্দর জীবন
পাব সবাই ।