বন খড়ের ঘরবসতি
থাকি কোন মতো
একটু বেশি বৃষ্টি হলে
ঘর ভিজে ক্ষতো ।
দিন কামাই দিন খাই
জমানোর উপায় নাই ।
কর্ম না হলে থাকি ভুখা
ভুখা পেটে ঘুমাই ।
হাত পাততে লজ্জা লাগে
কাজ করতে চাই ।
কাজ যদি না দিতে পারো
কিসের কর বড়াই ।