ভোর বেলাতে উঠে আমি
এই করি আরতি ।
আমার দ্বারা কোন জীবের
না হয় যেন ক্ষতি ।
মন,মগজ,অংগ,প্রতংগ
ব্যবহারের তরে ।
খোগার হুকুম রাসুলের তরিকা
যেন মনে পরে ।
সর্বাবস্থায় আল্লাহ্‌র জিকির
করতে যেন পারি ।
এ হেদায়েত দাওগো খোদা
এই আমার আহাজারি ।