কি আছে ঐ মিছিলে শ্লোগানে
যা আমাকে ধরে রাখতে পারে না
প্রিয়তমা পরিবার বন্ধু বান্ধব পড়শী স্বজন ।
এ যে সুন্দর সত্য কায়েমের মিছিল
মানবিকতা সংহতি ন্যায়বিচার সুশাসন
সাম্য শান্তি কায়েমের মিছিল ।
আকাশের ঘন কালো মেঘ কুয়াশা ঠেলে
নতুন সূর্য উদয়ের মিছিল ।
আম জনতার স্বপ্ন বাস্তবায়নের মিছিল ।
এ মিছিলে রক্ত ঝরে হয় গুম খুন বিকলাঙ্গ ।
জেল জরিমানা যাবজ্জীবন এবং ফাসির
সম্ভাবনা অতি—তবু মিছিলে নাচে সর্বাংগ ।
এ মিছিল সুখ স্বপ্ন দেখায় অগ্নির ভেতর জীবন চালায় ।
প্রতারিত হই লাঞ্ছিত হই বিবস্ত্র হই হই ভুখা
হই ধর্ষিতা বারবার স্বপ্ন ভেঙ্গে হয় চুরমার ।
তবু নতুন আশায় নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য
ঘর ছাড়ি কি এক উন্মাদনায় পায়ে পা মিলাই ,
হেটে যাই দূর বহুদুর উঠাই মুস্টিবদ্ধ হাত
কন্ঠ ছেড়ে অযুত লক্ষ কন্ঠের সাথে কন্ঠ মিলাই
অনাগত উত্তরসুরীদের মানবতার পৃথিবী গড়তে
এসো সবাই নির্ভয়ে মিছিলে যাই ।
স্লোগানে স্লোগানে তাগুতের মসনদ কাপাই
অসত্যের শিকড় উপড়ে ফেলি জাহান্নামের অগ্নিতে
তবেই প্রতিষ্টিত হবে সুন্দর সত্যতে ।