মা আমাদের মা
তার তুলনায় কেউ না ।
দেখলে মায়ের মূখ
জুড়ায় মোদের বুক ।
মায়ের মূখের হাসি
হয় না কভূ বাসি ।
মায়ের কালো মূখ
বাড়ায় মনের দুখ ।
মায়ের মনে দিলে কষ্ট
হব আমরা পথভ্রষ্ট ।
করবো মায়ের সম্মান
আল্লাহ করবেন স্বর্গদান ।