মায়ের দুধ বড়ই খাসা
তুলনা নাইতো খাসা ।
পুষ্টি গুনে ভরপুর
রোগ বালাই হয় দূর ।
শাল দুধ আরো ভালো
ভুলে কেহ নাহি ফেল ।
দাও শিশুকে শাল দুধ
গড়বে দেহে রোগ প্রতিরোধ ।
যত আছে মায়ের দল
পড়ো না ছলে করো না ভুল ।
খোদার দান দুধ মায়ের
অধিকার দাও নিজ ছায়ের ।