মাছরাঙ্গা পাখি
বড় তীক্ষ্ণ আঁখি ।
শিকারের লোভ
জলে দেয় ডুব ।
দেখে মাছ বড়
ভয়ে জড়সর ।
ছোট মাছ ধরে
খায় মজা করে ।