জীবন ভর
মায়ের দুখ ।
কর্মে মন
পাইনি সুখ ।
সন্তানের সুখ
জীবনের মন্ত্র ।
খেটেছে দেহ
দিবা রাত্র ।
অসুখে বিসুখে
মায়ের মন ।
খোদার তরে
কাঁদে ক্ষণ ।
করে সেবা
সারা ক্ষণ ।
নাওয়া খাওয়া
নেই মন ।
নিজের জীবন
তুচ্ছ তখন ।
সন্তানের জীবন
বড়ই আপন ।
এমন মা’রে
দিলে দুখ ।
জীবনে পাবে না
কোন সুখ ।
বাবার শ্রম
সংসার যতন ।
হালাল রুজিতে
কষ্ট বরণ ।
যৌবন বলি
রক্ত পানি ।
সন্তানের লাগি
চোখেতে ছানি ।
বাবা-মা’র
করি যতন ।
খোদা রাসুল
বলেছে যখন ।
খোদার তরে
জানাই আরতি
বাবা মা’রে কর জান্নাতি ।
যেমন রাখিত
কোলে কাখে ।
তেমন রাখ
তুমি চোখে ।
মা-বাবারে
বিরক্ত না হই ।
উফ শব্দ
করব নাই ।
বাবার হাসি
মার খুশি ।
থাকে যেন
রাশি রাশি ।
এই পণ
করি জন ।
পাব তবে
স্বর্গ রতন ।