লক্কর ঝক্কর তেলের গাড়ি
গাড়ি যেন ঠেলা গাড়ি ।
শব্দ বেশি চলে কম
কিছু গিয়ে যায় দম ।
সবাই মিলে ধাক্কা
চলে আবার চাক্কা ।
যেতে যেতে সময় নষ্ট
যাত্রীদের মনে কষ্ট ।
যদি গরুর গাড়ি চড়া যেত
এর থেকে ঢের হত ।
হতো না বায়ু,শব্দ দুষণ
করতো না আর জীবন শোষণ ।
লক্কর ঝক্কর তেলের গাড়ি
গাড়ি যেন ঠেলা গাড়ি ।