কুকুর ছানা কুকুর ছানা
মার দুধ খায় ।
আদর পেলে লেজ নাড়ে
চুপে নিদ যায় ।
খোকা ধরে খুকু ধরে
বিরক্ত হয় তাতে ।
ঘেউ ঘেউ কাদে ছানা
খুশি গোশ ভাতে ।
থেকে খেয়ে পালা ধরে
যায় না কোথাও আর ।
খোকা খুকুর সাথে চলে
যেন সে পাহারাদার ।