মহান একুশের প্রথম প্রহরে নগ্ন পায়ে
লাল গোলাপ হাতে কালো ব্যাজ পরে
আমি এসেছি মিছিলে ।
আজ শহীদের বেদিতে ফুল দেব না আমি ।
তবে কাদের জন্য এই টকটকে লাল গোলাপ ?
যারা বেদিতে ফুল দিয়ে ভুলে যায়
বায়ান্ন একাত্তরের শহীদের আত্মা কি চায় ?
যারা জাতীকে বিভাজন করে
রাজার হালে চলার জন্য রাজনীতি করে ।
যারা শোষক নিপীড়ক বৈষম্য সৃষ্টি করে
চাকরিতে দেয় না প্রাধান্য মেধাতরে ।
যারা ক্ষমতা অপব্যবহার করে
মানুষকে দেয় অপবাদ , অপদস্থ করে ।
যারা মানুষ পুড়ে , অপহরণ , গুম খুনে ব্যস্ত
ছাত্রের হাতে তুলে দেয় বই এর বদলে অস্ত্র ।
যারা পচা গম,চাল তুলে দেয় অনাহারীর হাতে
প্রহরী ছাড়া চলতে নাহি পারে ।
যারা মজুত করে ব্যবসার নামে করে ডাকাতি
সুদ,ঘুষ চাদা খায় করে জালিয়াতি ।