খোকা আমার খোকা
দিলে তাকে বকা ।
মুখটি করে বাকা
কাঁদে শুধু কা কা ।
চায় যে একা সে
যত আদর বিশ্বে ।
আদর যখন পায়
কান্না থেমে যায় ।
ধরে তখন আড়ি
যাবে নানা বাড়ি ।
দিলে তাকে লাই
যা ইচ্ছা তাই ।
গাড়,ঘোড়া,হাতি
আরো চায় ছাতি ।
যায় আকাশেতে উড়ে
কোলে চড়ে ঘোরে ।
যা ইচ্ছা তাই
ঘুমে তুলে হাই ।
দুধ কলা ভাত
খেয়ে ঘুম কাত ।