খোকা আমার হবে রাজা
সূখে রবে সর্ব প্রজা ।
সুশাসনে সম্পর্ক মধুর
সত্যতে অসত্য হবে দূর ।
মেধা যোগ্যতায় মুল্যায়ন
দেশ হবে অধিক উন্নয়ন ।
আল্লাহর সৃষ্টি সবাই সমান
থাকবে না উচুনীচু ব্যবধান ।