সদা মন টানে রয় না মন এ ঘরে
দাও জোড়া পাখি ডানা যাবো উড়ে ।
মক্কা মদীনাতে দেহ মন যায়রে উড়ে
খোদার ঘরেতে তোয়াফ করবে ঘুরে ।
দরুদ সালাম রাসুলের (সাঃ) রওজাতে
কায়মনে কাটাবো খোদার ইবাদতে ।
শয়তানেরে মারবো ঢিল গুনে গুনে
পিপাসা মিটাবো জমজম পানি পানে ।
মক্কা মদীনা দেখে চক্ষু হবে শীতল
আরাফাতে করবে গুনাহ সকল ।
ঐতিহাসিক স্থান দেখবো ঘুরে ঘুরে
ইসলামী চেতনা নিয়ে ফিরবো ঘরে ।
আশা নিয়ে আমি গোলাম করি আরতি
সব আশা পুরণ কর এই মিনতি ।