শীতে আমার শীত লাগে না
পেটে যখন আগুন ।
মাছ ধরা আর ক্ষেত করা
সবই যেন ফাগুন ।
ভাপা আর ভিজা পিঠা
হয় না চাখা ।
চিড়া আর রুটির সাথে
একটু গুর মাখা ।
পেটের আগুন নিভু নিভু
শীত দেয় হানা ।
ক্লান্তি আর ঘুমের কাছে
সেও যেন কানা ।