জীবন হলো সরল অংক
সরল তবু নয় ।
কষতে গেলে জীবনের অংক
গরমিল যেন হয় ।
যোগ,বিয়োগ,গুণ,ভাগ
কষে সবাই ধন্য ।
মিলে মিলে এই মিলে না
মিললে হয় শুন্য ।
কারো অংক মিলে আবার
জীবন হয় পুর্ণ ।
জীবন হলো স্বর্গ সুখ