নজরুল তুমি আছো,মন বল জ্ঞানে ,
আছো চেতনায় তুমি উচ্চশির ধ্যানে।
তোমার লেখনিতে তুমি অকুতোভয় ,
দুর্বার সাহসে তুমি অজয় অক্ষয় ।
লাঞ্ছিতরা আজো তোমার দিকে চায় ,
অগ্নিবীণার ঝঙ্কারে দিগন্ত কাপায় ।
তুমি শিখিয়েছো শুদ্ধ প্রেম ভালোবাসা ,
উচু নীচু জাত ভুলে একসাথে বসা ।
কুসংস্কার মুর্খ অজ্ঞতা পায়ে দলতে ,
সুশিক্ষা-চেতনায় এক হয়ে চলতে ।
মুসলিম হিন্দু বৌদ্ধ খৃস্টান এ দেশে ,
বিভাজন ভুলে চলি মানূষের বেশে ।
তুমি শোষিতের গর্জে উঠা হাতিয়ার ,
মজলুমের অধিকার আদায়ের সোচ্চার ।
শিখেছি পরাধীনের শিকল ছিড়তে ,
মস্তক উঁচু করে পৃথিবীতে চলতে ।
ভুলেছি মৃত্যর আতংক ভয় ভীতি ,
তাই বীরত্বে যুদ্ধ জয় বাঙালি জাতি ।
তুমি মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ,
তোমায় নিয়ে মোরা গাই গর্বের গীত ।
তুমি বাংলার বুলবুল উজ্জ্বল রবি ,
এ স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি ।