ঐ ঈদের চাঁদ বাকা
রঙ তুলিতে আকা
কাল হবে খুইশির ঈদ
এই হলো পাকা ।
খোকা খুকু খুশি নিয়ে
রাত্রী জেগে থাকে
হাতে পায়ে দেয় মেহেদি
নানা নকশা আকে ।
রঙিন জুতা রঙিন জামায়
করবে রঙিন গা ।
মিষ্টি মূখ করে তারা
জড়ো হবে ঈদ্গা ।
নামাজ শেষে দুয়া করবে
চাইবে খোদার দ্বারে ।
ঈদের খুশি থাকে যেন
প্রতি ঘরে ঘরে ।
কোলাকুলি করবে তারা
ঈদের নামাজ পড়ে ।
হিংসা বিদ্বেষ থাকবে নাকো
সব যাবে যে ঝড়ে ।