পথের ধারে শুয়ে আছে
শীতের রাতে যারা ।
হাড় কাপানো শীত কুয়াশা
কাপে ঠকঠকিয়ে তারা ।
স্বচ্ছল যারা এ সমাজে
লেপ তোষকে ঘুমাও ।
রাতের বেলায় ঘুরে ঘুরে
তাদের দিকে তাকাও ।
মানুষ বলে গর্ব করো
এ পৃথিবীর যারা ।
মানব সেবা করে না যারা
কেমন মানুষ তারা ।
অন্ন বস্ত্র দাও তাদের
যাদের হাত শুন্য ।
আসবে ধরায় সুখ শান্তি
হবে তুমি পুর্ণ ।